Chess:আট দাবাড়ুর রেটিং প্রাপ্তি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর।। রাজ্য দাবায় দারুন খবর। একসঙ্গে ফি-ডে থেকে রেটিং পেল রাজ্যের আট জন দাবাড়ু। তারা হলেন অরুণ রায় বর্মন, রেটিং ১০৬৫; অনুরাগ সাহা, রেটিং ১২৮৩; একান্তিকা সরকার, রেটিং ১০৫১; মিটন গোপ, রেটিং ১০৯৯; রানু চন্দ্র দাস, রেটিং ১০৭১; প্রীতম রবিদাস, রেটিং ১১৪২; প্রাঞ্জল দেবনাথ, রেটিং ১০৯৩; অরিত্রা রায় বর্মণ, রেটিং ১১৩৭। তাঁদের মধ্যে ম্যাট্রিক্স চেস্ একাডেমির শিক্ষার্থীও রয়েছে। আগামী দিনে এই দাবাড়ুরা বিভিন্ন রেটিং দাবায় অংশ নিয়ে তাদের রেটিং আরও বাড়াতে পারবে। স্বাভাবিক কারণে পুজোর আগে এ ধরনের খবরে রাজ্য দাবায় বিশেষ করে দাবাড়ুদের মধ্যে খুশির বাতাবরণ তৈরি হয়েছে। তাদের কোচেরাও খুশি এবং সংশ্লিষ্ট দাবাড়ুদের কোচেরা অভিনন্দন জানিয়েছেন।