জম্মু, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু শহরের উপকণ্ঠে সাতওয়ারি এলাকা থেকে মাদক গাঁজা পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনের কাছ থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ধৃত মাদক পাচারকারী দুজনই ওই এলাকারা বাসিন্দা নন। দুজনেই রাজ্যের বাইরে থেকে গাঁজা পাচার করতে নিয়ে এসেছিলেন। ধৃতরা হলেন হরে রাম পারভেশ এবং লখন রাই। তারা দুজনই বিহারের বাসিন্দা। বর্তমানে তারা ব্রাহ্মণায় বসবাস করছেন৷
জম্মু পুলিশের গোয়েন্দা বিভাগের জেলার স্পেশাল ব্রাঞ্চের(ডিএসবি) জওয়ানরা খবর পেয়েছিলেন, কিছু লোক মাদক বিক্রি করতে সাতওয়ারি এলাকায় আসছে। খবর পেয়ে সাতোয়ারী থানার ডিএসবি সদস্যরা তল্লাশি চালায়। সেই সময় দুইজন কাঁধে ব্যাগ নিয়ে আসছিলেন।তাদের দুজনকেই দেখে সন্দেহ হয়। দুজনকেই তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশি করে ব্যাগটি খুললে তা থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। দুজনকেই হেফাজতে নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। উভয় পাচারকারীর বিরুদ্ধে সাতোয়ারী থানায় এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।