বর্তমান সরকার মানুষের চাহিদা অনুসারে উন্নয়ন কর্মসূচি রূপায়িত করছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর : মৌলিক চাহিদা পুরণের মধ্যদিয়ে রাজ্যের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের প্রচেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার। এই সরকার মানুষের মনের চাহিদা বুঝতে পারে। প্রতিটি মানুষকে মূল্যায়ন করতে জানে এই সরকার। আজ পুরাতন মোটর স্ট্যান্ডে আয়োজিত আগরতলা স্মার্ট সিটির অন্তর্গত এবং আগরতলা পুর নিগমের অন্তর্গত মোট ৫টি প্রকল্পের উদ্বোধন করে বক্তব্যে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানুষের চাহিদা অনুসারে উন্নয়ন কর্মসূচি রূপায়িত করছে। আজ সমস্ত ক্ষেত্রে সরকারের উন্নয়নের প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে। শুধুমাত্র শহর এলাকাতেই নয় দূর থেকে দূরান্ত প্রান্তিক এলাকাতেও সরকার উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পূর্বে এই চিত্র দেখা যেত না। বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর উন্নয়নের কর্মযজ্ঞ প্রতি ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি ও আদর্শে রাজ্যেও স্বচ্ছ প্রশাসন চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত রাজ্যব্যাপী প্রতি ঘরে সুশাসন অভিযান চালু রয়েছে। এই অভিযানের মূল উদ্দেশ্য হল রাজ্যের প্রত্যেকটি মানুষের কাছে সরকারের জন কল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে যাওয়া। মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে আগামীতে রাজ্য সরকার ছয় হাজারের উপর চাকরি প্রদান করবে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের জনদরদী দৃষ্টিভঙ্গির ফলেই অঙ্গনওয়াড়ী ওয়ার্কার, হেল্পার তথা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আশাকর্মীদের বেতন ১৫ শতাংশ বাড়ানো হবে। তিনি আরও বলেন, ইতিমধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি ৪০ লক্ষ টাকা ডিবিটি’র মাধ্যমে প্রদান করা হয়েছে। এই সরকার আসার পর রাজ্য কর্মচারীদের মহার্ঘ্য ভাতা প্রথমে তিন শতাংশ এবং ইতিমধ্যেই আরও পাঁচ শতাংশ প্রদান করা হয়েছে। সামাজিক ভাতা ৭০০ টাকা থেকে ১,০০০ টাকা এবং ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকা করা হয়েছে। তিনি বলেন, আরও ৩০ হাজার সামাজিক ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, অনুষ্ঠানের প্রথমে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ডের শান্তিপাড়া পুকুরের সৌন্দর্য্যায়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন। এছাড়াও চারটি প্রকল্প হল আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের টি এন জি সি এল পুকুর (বটতলা পুকুর), বড়দোয়ালী স্কুলের বিপরীতে উড়ালপুলের নীচে ওপেন জিম এবং উজ্জয়ন্ত প্রসাদ সম্মুখে জি বি বাজার জাংশানের উন্নতিকরণ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলা স্মার্ট সিটি মিশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শৈলেশ কুমার যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিধায়ক ডা. দিলীপ কুমার দাস, কর্পোরেটর রত্না দত্ত, অভিজিৎ মল্লিক, লতা নাথ, জানভি দাস চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *