নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর : চোরের দৌরাত্ম্যে দিশেহারা সাধারণ মানুষ৷ প্রতি রাতেই কোন না কোন স্থানে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে৷ পুলিশ ও নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে৷ মানুষজন রাত জেগে পাহারা দিয়ে ধন সম্পদ রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন৷ তাতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে৷ বিভিন্ন স্থানে পাহারাদারদের কাছে ধরা পড়ছে চোর৷ মধ্য রাতে চোর সন্দেহে সুকটি সহ জনতার হাতে আটক এক ব্যাক্তি৷ ঘটনা দূর্গা বাড়ি বামুটিয়া বিধায়ক পাড়ায়৷ আটক ব্যক্তিকে.তুলে দেওয়া হয় পুলিশের হাতে৷ ধৃতের নাম শংকর সরকার, বাড়ি এয়ারপোর্ট থানাধীন ভাগলপুর৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এলাকায় পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷
2022-09-30