Supreme Court:আজম খানের বিরুদ্ধে নতুন মামলার শুনানি শুক্রবার পর্যন্ত মুলতবি করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে দায়ের করা নতুন মামলার শুনানি শুক্রবার পর্যন্ত মুলতবি করল সুপ্রিম কোর্ট। আজম খানের আইনজীবী কপিল সিব্বল উপস্থিত না থাকায় শুনানি স্থগিত করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর সিব্বল দ্রুত শুনানির আবেদন করেছিলেন। এরপর আজ বিষয়টি তালিকাভুক্ত করা হয়। তিনি বলেন, ৮৭টি মামলায় জামিনের পর এখন নতুন করে ৩টি মামলা হয়েছে। প্রসঙ্গত,গত ১৯ মে সুপ্রিম কোর্ট আজম খানকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।