Assam:গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের উপর নতুন দুটি সেতু নির্মাণের মঞ্জুরি, প্রধানমন্ত্রী মোদীকে কৃতজ্ঞতা অসম বিজেপির

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : কেন্দ্ৰে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর থেকে অসম তথা উত্তর-পূর্বাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আন্তরিকতা ও সদিচ্ছা প্রদর্শন করে আসছেন, তার জন্য উত্তরপূর্বের জনগণ কেন্দ্রীয় সরকারের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে। বিজেপি সরকারের শাসনকালে গোটা দেশের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অষ্টলক্ষ্মীর পরিকাঠামোর এখন দ্রুত উন্নতি হচ্ছে।

অসম প্রদেশ বিজেপির মুখপাত্র মনোজ বরুয়া বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর ‘গতিশক্তি’ অভিযানের আওতায় শরাইঘাট সেতুর পাশে ব্রহ্মপুত্র নদের উপর নতুন রেল-কাম সড়ক সেতু তৈরির যে ঘোষণা কেন্দ্রীয় সরকার করেছে, তা গোটা অসমে আনন্দ বয়ে এনেছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের জন্য প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কালিতার তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়িকে ধন্যবাদ জানিয়েছেন বরুয়া।
তিনি বলেন, একসময় দীর্ঘ আন্দোলন ও বিক্ষোভ-প্রতিবাদের বিনিময়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুদান পেতে সক্ষম হত অসম। কিন্তু আজ আন্দোলন, ধরনা, প্রতিবাদ, বিক্ষোভ এখন অতীত। সময় এখন বদলেছে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের আশীর্বাদে অসম ও উত্তর-পূর্বাঞ্চল কোনও ধরনের আন্দোলন, প্রতিবাদ ও ধরনা কর্মসূচি গ্রহণ না করেই অনুদান পেতে সক্ষম হচ্ছে। মনোজ বরুয়ার কথায়, কেন্দ্রীয় সরকারের এমন সদিচ্ছার জন্যই অসম তথা গোটা উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়নের জোয়ার বইতে সম্ভব হচ্ছে।

বিদেপি মুখপাত্র বরুয়া আরও বলেন, এর আগে কেন্দ্রীয় সরকার ডিগবয় তেল শোধনাগারের পরিশোধন ক্ষমতা বাড়ানোর জন্য ৭৪০.২০ কোটি টাকা, ইন্দ্রধনু গ্যাস গ্রিড লিমিটেডের জন্য ৬,০০০ কোটি টাকা, এইমস-এর জন্য ১,১০০ কোটি টাকা, লজিস্টিক পার্কের জন্য ৭০০ কোটি টাকা, শিলঘাটের পাট শিল্পের জন্য ১০০ কোটি টাকা, নামরূপ সার কারখানার জন্য ১০০ কোটি টাকা, মাজুলি সংযোগ সেতুর জন্য ৯৫০ কোটি টাকা এবং নৰ্থ-ইস্ট গ্যাস পাইপলাইনের জন্য ৫,৫০০ কোটি টাকা অনুদান দিয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সম্পূরক ভূমিকা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সদিচ্ছার কারণে রাজ্য সরকার নুমালিগড় শোধনাগারে ২,১৮৭ কোটি টাকা বিনিয়োগ করতে সক্ষম হয়েছে। এর দ্বারা এই প্রকল্পে রাজ্য সরকারের অংশ ১২.৩৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৬ শতাংশ।

রাজ্য বিজেপির মুখপাত্র মনোজ বরুয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এছাড়া ৭৪,৮৮০ হেক্টর জমি উত্তর-পূর্বাঞ্চলে জৈব চাষের সম্প্রসারণের জন্য ব্যবহার করা হয়েছে। আগামী দিনে এই জৈব কৃষির উন্নয়নে বছরে ২০০ কোটি টাকা অনুদান দেওয়া হবে এবং এভাবেই ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার কারণেই ভারতের প্রথমসারির রাজ্যগুলির তালিকায় উঠে এসেছে অসম, বলেন বরুয়া।