পর্যটন এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক সুদৃঢ় করার বার্তা বহন করে : ত্রিপুরার পর্যটন মন্ত্রী

আগরতলা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : পর্যটন এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক সুদৃঢ় করার বার্তা বহন করে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ঐতিহ্য পদযাত্রার সূচনা করে একথা বলেন পর্যটন মন্ত্রী প্রণজিত সিংহ রায়।  

প্রসঙ্গত, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ আগতলায় ঐতিহ্য পদযাত্রার (হেরিটেজ ওয়াকের) আয়োজন করা হয়েছে। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। এবারের বিশ্ব পর্যটন দিবসের থিম হচ্ছে ‘পুনঃ ভাবনায় পর্যটন’ (রি-থিঙ্কিং ট্যুরিজম)।

এদিন উজ্জয়ন্ত প্রাসাদে এই ঐতিহ্য পদযাত্রার সূচনা করে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, পর্যটনের প্রসার, প্রচার ও সাংস্কৃতিক আদান-প্রদানের লক্ষ্যে প্রতি বছর আজকের দিনটিতে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়। ত্রিপুরায় এই কর্মসূচিতে গত ২২ সেপ্টেম্বর থেকে সেমিনার, বাইক র‍্যালি, বাইসাইকেল র‍্যালি, প্রদর্শনীর মধ্য দিয়ে রাজ্যের পর্যটনের সম্ভার ও সম্ভাবনাকে সারা বিশ্বের কাছে তুলে ধরা হচ্ছে।

তাঁর কথায়, করোনা অতিমারীর পরবর্তীতে সারা বিশ্বে পর্যটন এখন ঘুরে দাঁড়াচ্ছে। পর্যটকরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে শুরু করেছেন। তাঁর মতে, পর্যটন বিভিন্ন সংস্কৃতিকে একত্রিত করে মানুষে মানুষে সুসম্পর্ক তৈরি করে। এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক সুদৃঢ় করার বার্তা বহন করে। এই ভাবনায় ত্রিপুরায় পর্যটন এখন অনেকটা এগিয়ে রয়েছে।

Tripura Tourism Minister

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *