Raju Srivastava:কৌতুকাভিনেতার প্রতি শ্রদ্ধা, রাজু শ্রীবাস্তবের নামে রাখা হচ্ছে কানপুরে দু’টি রাস্তা ও পার্কের নামকরণ

কানপুর, ২৬ সেপ্টেম্বর (হি.স.): প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের নামে কানপুর শহরের দু’টি রাস্তা এবং একটি পার্কের নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে কানপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন (কেএমসি)। কিদওয়াই নগর মোড় থেকে রাজু শ্রীবাস্তবের বাড়ির দিকে যাওয়ার রাস্তা এবং স্বরূপ নগরের ভুলেশ্বর মন্দিরের কাছে একটি রাস্তা রাজুর নামে নামকরণ করা হবে।

কর্পোরেটর কমল শুক্লা বেবী, মহেন্দ্র পান্ডে এবং সুনীল কানৌজিয়া এই প্রস্তাব করেন। কেএমসি সূত্রে জানা গিয়েছে, রাজুর মূর্তিও বসানো হবে তাঁর বাড়ির সামনে অবস্থিত একটি পার্কে। তার নামে পার্কের নামকরণও করা হবে। প্রসঙ্গত, কানপুরের কিদওয়াই নগর এলাকার বাসিন্দা কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব গত ২১ সেপ্টেম্বর ৫৮ বছর বয়সে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে-এ প্রয়াত হয়েছেন।