বালুরঘাট, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বালুরঘাটে আসবার আগেই দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠল বালুরঘাটে। শহরের বিভিন্ন জায়গায় বিজেপির তরফে লাগানো মিঠুন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের তির তৃণমূলের দিকে। রবিবার সকালে এই ঘটনাটি সামনে আসতেই শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বালুরঘাট শহরের প্রবেশদ্বারে ট্যাংক মোড় থেকে পাওয়ার হাউস পর্যন্ত রাস্তার মাঝের ডিভাইডারের পুরসভার ল্যাম্পপোস্টে পরপর লাগানো হয় মিঠুন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি দেওয়া ফ্লেক্স। জেলা বিজেপির তরফে এই ফ্লেক্স লাগানো হয়। অভিযোগ, শনিবার থেকেই সেই ফ্লেক্স খুলে ফেলার সবরকম চেষ্টা করে পুরসভা ও পুলিশ-প্রশাসন। গতকাল বিষয়টি নজরে আসতেই বাধা দেয় বিজেপি। এরপর এদিন সকালে দেখা যায়, ওই এলাকার একাধিক ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল ও দলদাস পুলিশ-প্রশাসন ঘৃণ্যতম রাজনীতি করছে। এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে জেলা বিজেপি।