কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): দুর্গাপুজোর আনন্দের মাঝে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মারণ করোনা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে তিনশোর বেশি। যা আগের দিনের তুলনায় অনেকটা বেশি। রবিবার রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৪ জন ।
রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৪ জন। যা আগের দিন ছিল তিনশোর সামান্য বেশি। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১, ১৩,২৪৬। মৃত্যু হয়েছে ১ জনের। মোট করোনার বলি ২১, ৮৯৬ জন। একদিনে মহামারীর কবল থেকে মুক্ত হয়েছেন ২০২ জন, আগেরদিন তা ছিল সামান্য কম। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২০,৮৮,৬২৭জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩১২৩, যার মধ্যে ৭৬ জন রোগী ভরতি হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডের নমুনা পরীক্ষা হয়েছে ৭,০৪৯। এর মধ্যে ৫.৩১ শতাংশ রিপোর্ট পজিটিভ। এই পরিসংখ্যান স্বাভাবিকভাবেই উদ্বেগের।