BRAKING NEWS

Heavy Rain:ভারী বৃষ্টিতে ফের জলে ডুবল চরতোর্ষা ডাইভারশন, বন্ধ যান চলাচল

ফালাকাটা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : ফের জলে ডুবল ফালাকাটার চরতোর্ষা ডাইভারশন। শনিবার রাতের ভারী বৃষ্টিতে রবিবার সকালে জলে ডুবে যায় এই ডাইভারশন। চলতি বর্ষায় এই নিয়ে পাঁচবার এমন বিপত্তি ঘটায় নাজেহাল অবস্থা হাজার হাজার মানুষের। বিশেষ করে পুজোর ক’দিন আগে যোগাযোগ বন্ধ হওয়ায় উদ্বেগ বেড়েছে। এদিন সকাল থেকেই সড়ক পথে ফালাকাটা-আলিপুরদুয়ার রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগেরবার হাটু সমান জল পেরিয়ে বিপজ্জনকভাবে অনেকে যাতায়াত করেছিলেন। কিন্তু এদিন জল বাড়ার পাশাপাশি ডাইভারশনের পশ্চিম দিকের অ্যাপ্রোচ রোডও ভেঙেছে। তাই কেউ পারাপার হতে পারেনি। এদিন সকালে শ্রমিকদের অনেকেই ফালাকাটায় কর্মস্থলে যেতে পারেননি। এদিকে এবার পুজোর মুখে ডাইভারশন জলে ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যবসায়ীরা চিন্তিত।
এই পরিস্থিতিতে ব্যবসার ক্ষতি হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই মহাসড়কের কারণেই এখনও চরতোর্ষায় পাকা সেতু তৈরি হচ্ছে না। তাই বারবার ডাইভারশন ডুবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে এবং জল কমলেই ডাইভারশন সারাই করা হবে বলে মহাসড়ক কর্তৃপক্ষ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *