BRAKING NEWS

PMAY:প্রধানমন্ত্রী আবাস যোজনায় ফুলবাড়িতে প্রায় ৫০ জন সুবিধাভোগীর নাম বাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর ৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ফুলবাড়িতে প্রায় ৫০ জন বেনিফিসারির নাম বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভেতে তাদের নাম কাটা হয় বলে অভিযোগ৷ কদমতলা ব্লক এলাকার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে এই প্রাপকদের নাম বাদ পড়ায় তারা জেলাশাসক, বিডিও এর কাছে চিঠি দিয়ে ও সুরাহা হচ্ছেনা৷ ঠিক কি কারণে সার্ভে থেকে তাদের নাম কাটা পড়লো তার পিছনে কি কোন রাজনৈতিক কারণ রয়েছে? তবে সরকার বলছে সবকা সাথ সাবকা বিকাশ৷ আবাস বন্টনে দলবাজির তেমন একটা নজীর না থাকলে ফুলবাড়ির ঘটনাটি ব্লকের বিডিও কে মাঠে এসে তদন্ত করার দাবি জানাচ্ছেন বঞ্চিত বেনিফিসারিরা৷ উদাহরণ স্বরূপ ফুলবাড়ির গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়াডের বাসিন্দা আছাব উদ্দিন- পিতা তয়মুছ আলী৷ তার বাঁশের বেড়ার মাটির লেপুনি দেওয়া ঘর৷ রেশন কার্ডও এডহক  বিপিএল৷ আছাব উদ্দিনের আওয়াস আইডি ১১৮০৩৪৫৪৮ স্ত্রী সহ ৫ সদস্য পরিবারে কিন্তু সরকারি ঘর থেকে বঞ্চিত৷ আছাবের মত বাদ পড়া আরো ব্যক্তিদের একই হাল৷ প্রধানমন্ত্রী আবাস থেকে আছাবের মত গরীব মানুষরা বাদ পড়লে প্রধানমন্ত্রীর স্বপ্ণ পুরণ হবেনা কখনো৷ কদমতলা ব্লকের নতুন বিডিও প্রণয় দাস দায়িত্বভার নেওয়ার পর ব্লকের কাজকর্মের অনেকটাই পরিবর্তন হয়েছে৷ তরুণ এই বিডিও এর কাজকর্মে  মানুষের দৃষ্টি আকর্ষিত হয়েছে৷ ফুলবাড়ির  বঞ্চিত ঘর প্রাপকদের অভিযোগ শোনা উচিত বিডিও সাহেবের৷ পুনরায় সার্ভে হলেও বিডিও সাহেব নিজে বাড়ি গুলি পরিদর্শন করলে বেরিয়ে আসবে আসল তথ্য৷ এখন দেখার  বিডিও এই বিষয়ে ভুমিকা নেন কিনা৷ রাজনৈতিক কারণ সহ অন্য কোন কারণে এই গরীব মানুষদের প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত করলে দলবাজির ছাপ্পা লাগবে শাসকদলের গায়ে৷ এ বিষয়ে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভুমিকা নিয়ে বেশ অসন্তুষ্ট বঞ্চিত বেনিফিসারিরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *