BRAKING NEWS

CPIM:মরাছড়া বাজারে সিপিএমের মিছিল ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর ৷৷  সি পি আই (এম) -র সর্বভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসাবে মরাছড়া অঞ্চল কমিটির উদ্যোগে গণতান্ত্রিক অধিকার,ধর্মনিরপেক্ষতা,সংবিধান রক্ষা,নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভিবিক মূল্যবৃদ্ধি রোধসহ জনজীবনের সমস্যাগুলি নিয়ে শুক্রবার বিকালে মরাছড়া বাজারে প্রতিবাদ কর্মসূচী সংগঠিত হয়৷ প্রথমে বিভিন্ন অংশের কর্মী, সমর্থকরা মরাছড়া বহুবারের আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত পার্টি অফিসে জড়ো হয়ে বাজারের বিভিন্ন পথে গর্জমান মিছিল করে  পার্টি অফিসের সম্মুখে জমায়েত অনুষ্ঠিত হয়৷ জমায়েতের সভাপতিমন্ডলীতে ছিলেন উদয় দেববর্মা, মদন সিংহ, রতীকান্ত দাস, মদন কৈরী, ছত্তার মিঞা৷ বক্তব্য রাখেন সি পি আই (এম) কমলপুর মহকুমা কমিটির সম্পাদক আঞ্জন দাস, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য প্রাণকুমার দাস, মরাছড়া অঞ্চল কমিটির সম্পাদক বাবুলাল মূন্ডা ও অঞ্চল নেতৃত্ব নারায়ন দত্ত,উদয় দেববর্মা৷ অঞ্জন দাস বলেন, এক দমবন্ধকর পরিবেশে সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও সংখ্যাগরিষ্ঠ অংশের জনগণকে জীবন ধারন করতে হচ্ছে৷ আমাদের রাজ্যে গণতন্ত্রের রক্ত ঝরছে৷ সরকার পরিবর্তনের পর গণতন্ত্রের টুটি টিপে ধরা হয়েছে৷ কোন কোন ক্ষেত্রে  অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যবাদের ঔপনিবেশিক শাসনকে হার মানিয়েছে বিজেপির শাসন৷ মরাছড়াসহ অনেক পার্টি অফিসের সামগ্রী লুট, অগ্ণিসংযোগ, অফিসবাড়ীগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷ গণআন্দোলনে অংশগ্রহণ করায় প্রাণঘাতী আক্রমণ ও সম্পত্তি নষ্ট আকছার ঘটছে৷ আইনের শাসন উধাও৷ অন্যদিকে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দরদাম আর সাধারণ মানুষের নাভিশ্বাস৷ দপ্তরে দপ্তরে চলছে ব্যাপক দুর্নীতি৷ বাড়ছে বেকারী, কাজ-খাদ্যের হাহাকার৷ চলছে সমস্ত প্রতিশ্রুতির সঙ্গে প্রতারণা৷ মানুষ আর ঠকতে রাজী নয়৷ এই হঠকারী জনবিরোধী সরকাকারকে ক্ষমতা থেকে হঠাতে  ধবংসের হাত থেকে  ত্রিপুরাকে উদ্ধার করে শান্তি- সম্প্রীতির ও উন্নত ত্রিপূরা তৈরীর জন্য জনগণ তৈরী হচ্ছে৷আর কিছুদিনের মধ্যেই এই চেহারা ব্যাপকতর হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *