মালদা, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : বাড়িতে ঢুকে বিজেপি নেত্রীর উপর হামলার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে মালদার চাঁচল-২ নম্বর ব্লকের মালতিপুরের আলাদিটোলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় আহত হয়েছেন মৌসুমী দাস নামে ওই বিজেপি নেত্রী। তাঁর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পর তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার জন্য তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন মৌসুমীর স্বামী। যদিও বিজেপি-র সাংগঠনিক জেলা সভাপতি এখনই এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নিয়ে নিশ্চিতভাবে কোনও মন্তব্য করতে রাজি হননি। বদলে তিনি ভরসা রাখছেন পুলিশের তদন্তের উপর।
আহত মৌসুমী দাস বিজেপি-এর মহিলা মোর্চার জেলা সহ-সভানেত্রী। গত বিধানসভা নির্বাচনে তিনি মালতিপুর কেন্দ্রে বিজেপি-এর প্রার্থীও ছিলেন। যদিও তৃণমূল প্রার্থী আবদুর রহিম বক্সির কাছে হেরে যান।