আগরতলা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় খুব শীঘ্রই শুরু হচ্ছে ডেন্টাল কলেজ। কেন্দ্রীয় সরকার থেকে সেই অনুমোদন মিলেছে। আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা দিল্লি সফর সেরে ফিরে এসে এই সংবাদ দিয়েছেন।
এদিন তিনি বলেন, দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডবিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাঁর কাছে ত্রিপুরায় ডেন্টাল কলেজ স্থাপনের আর্জি জানানো হয়েছিল। তিনি ত্রিপুরার আবেদনে সাড়া দিয়ে ডেন্টাল কলেজ স্থাপনে সম্মত হয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকার ত্রিপুরায় ডেন্টাল কলেজ চালু করার অনুমোদন দিয়েছে। খুব শীঘ্রই ওই কলেজ ত্রিপুরায় শুরু হচ্ছে।এদিকে, মুখ্যমন্ত্রী ত্রিপুরায় ব্রু শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনা করেছেন। কেন্দ্রীয় সরকার ব্রু শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া সমাপ্তির সময়সীমা বৃদ্ধি করেছে বলে তিনি জানিয়েছেন।