নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.) : তৃণমূল কংগ্রেসের চার সদস্যের এক সংসদীয় প্রতিনিধি দল মঙ্গলবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে আকাশপথে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও কীভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায় এবং সুখেন্দুশেখর রায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বৈঠক প্রসঙ্গে জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল মঙ্গলবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে বৈঠক করেছেন। আকাশপথে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও কীভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।