নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): বিগত ৮ বছরে দেশে ঘরোয়া ভ্রমণকারীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মঙ্গলবার নতুন দিল্লিতে ৪৯ তম জাতীয় ব্যবস্থাপনা কনভেনশনে বক্তৃতা রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া বলেছেন, ২০১৩-১৪ সালে মোট ঘরোয়া ভ্রমণকারীর সংখ্যা ছিল ৭৩ মিলিয়ন যা বেড়ে ১৪৪ মিলিয়ন হয়েছে।
তিনি বলেন, বর্তমানে মানুষ সবচেয়ে কম সময়ে সবচেয়ে সাশ্রয়ী উপায়ে ভ্রমণ করতে চায়। সিন্ধিয়া আরও বলেন, গত আট বছরে বিমানবন্দরের সংখ্যাও ৭৪ থেকে বেড়ে ১৪১ হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার কথায়, লাস্ট মাইল কানেক্টিভিটি দিতে সরকার ছোট বিমানবন্দরের দিকে নজর দিচ্ছে। তিনি আরও বলেন, সরকার নতুন হেলিকপ্টার নীতিও এনেছে। সিন্ধিয়া বলেন, শেষ মাইল সংযোগ প্রদানের জন্য হেলিকপ্টার পরিষেবাও উড়ান স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে।