ভুবনেশ্বর, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : প্রয়াত হলেন প্রবীণ বিজেপি নেতা তথা ওড়িশা বিধানসভার বিরোধী দলের উপনেতা বিষ্ণুচরণ শেঠি (৬১)। কিডনি রোগে আক্রান্ত শেঠি ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন গণ্যমান্য ব্যক্তিরা।
বর্তমানে তিনি ধামনগর বিধানসভা আসনের বিধায়ক ছিলেন। এর আগে তিনি চাঁদবালি বিধানসভা কেন্দ্রের বিধায়কও ছিলেন। বিভিন্ন ইস্যুতে বিধানসভায় বিরোধীদের তরফে রাজ্য সরকারকে কড়া ঘেরাও করতেন তিনি।
রাজনীতিকের পাশাপাশি তিনি সাহিত্যিক হিসেবেও নিজের ছাপ রেখেছিলেন। কবিতা সংকলন ও প্রবন্ধ সংকলন তার বই আকারে প্রকাশিত হয়েছে। সম্প্রতি, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি দ্রৌপদী মুর্মুকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন, যা তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে তিনি পাঠ করেছিলেন।

