Arrest:চুরি করে নিয়ে যাওয়ার সময় ট্রাক সহ আটক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর :  তেলিয়ামুড়া থানার পুলিশের তৎপরতায় গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে৷ জানা যায় বিশালগড় থানা এলাকা থেকে একটি গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে চোরেরা৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ জিপিএস লোকেশন ট্রাক করে গাড়িটি আটক করতে সক্ষম হয়েছে৷ গাড়িটি যে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তাকেও আটক করেছে পুলিশ৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে তেলিয়ামুড়া থানা পুলিশ জানিয়েছে,বিশালগড় থানা এলাকা থেকে এক দূরপাল্লার ১৪ চাকার লরি চুরি করে পালিয়ে যাওয়ার পথে  জি.পি.এস লোকেশন ট্রেক করে সেই গাড়ি ও চোরকে আটক করছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ ঘটনা শনিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি এলাকায়৷ গাড়িটির নম্বর টি আর ০৫ বি ১৮২৮ ৷ আটক করা হয় রফিক আলম নামে এক অভিযুক্তকে৷ যে গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছিল৷ তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *