তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (হি.স.): সব্জি বিক্রেতাদের টাকা দেওয়ার জন্য হুমকি দিয়ে অস্বস্তিতে পড়ল কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ, কেরলের কোল্লামে ”ভারত জোড়ো যাত্রা”-র তহবিল সংগ্রহে ২০০০ টাকা না দেওয়ার জন্য কংগ্রেস কর্মীরা সব্জি বিক্রেতাদের হুমকি দেয়। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই কংগ্রেসের ৩ জন কর্মীকে দল থেকে সাসপেন্ড করেছেন কংগ্রেসের কেরলের প্রদেশ সভাপতি কে সুধাকরণ।
কে সুধাকরণ শুক্রবার টুইট করে জানিয়েছেন, কোল্লামে অনভিপ্রেত ঘটনার জন্য ৩ জন কর্মীকে অবিলম্বে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। দলের মতাদর্শের পরিপন্থী তাঁদের আচরণ। প্রসঙ্গত, একজন সব্জি বিক্রেতা জানিয়েছেন, কংগ্রেস কর্মীদের একটি দল দোকানে আসে এবং ”ভারত জোড়ো যাত্রা”-র জন্য অনুদান চায়। আমি ৫০০ টাকা দিয়েছিলাম কিন্তু তাঁরা দুই হাজার টাকা দাবি করে। তাঁরা ওজন মাপার মেশিন নষ্ট করে দেয়, সব্জিও নষ্ট করে দেয়।