হাওড়া, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : আমতার রসপুরের রায় পরিবারের পুজোয় ইতিহাসের গন্ধ। পুজোর বয়স প্রায় ৫০০ বছর। রসপুরের বাসিন্দাদের কাছে এ পুজোর নাম সাত ঘরের পুজো।
রায় পরিবারের পুজো। বনেদি বাড়ির পুজো ঘিরে অনেক ইতিহাস। গ্রামের মানুষ পুজোর কয়েকদিন এখানেই ভিড় জমান। রসপুরের পুজোয় তাই প্রাণের ছোঁয়া। রায় পরিবারের পুজো ঘিরে নানা গল্প। জনশ্রুতি, ১৫৪৫ সালে রসপুরে দুর্গাপুজো শুরু করেন যশোশচন্দ্র রায়।
সময় পেরিয়েছে। কমেছে জৌলুস। তবে পুজোর রীতি এখনও চলে আসছে। রায় পরিবারের পুজোয় রয়েছে রাজারাজড়ার কথা। পুজোর সঙ্গে জড়িয়ে বর্ধমানের রাজ আমলের ইতিহাস। একসময় কামান দেগে শুরু হতো পুজো। এখন সে সব ইতিহাস। রায় পরিবারের সাত শরিক। তাই সাত ঘরের পুজো।

