ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। জয় পেলো ইয়ং স্টার ক্লাব। পরাজিত করলো শাকচালাই দলকে। কিল্লায় জয়ৈং কামিতে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে। জয়ৈং কামি মাঠে বুধবার শুরু থেকেই ইয়ং স্টার দলের ফুটবলাররা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। তবে অনেকটা মাথা গরম করে খেলে এদিন হারলো শাকচালাই দল। অযথা বাজে ট্যাকেল করে দলের বেশ কয়েকজন ফুটবলার হলুদ কার্ড দেখেছেন। ইয়ং স্টার ক্লাব জয়লাভ করে ৩-১ গোলের ব্যবধানে। বিজয়ী দলের পক্ষে দেবরাজ জমাতিয়া, নাইসা জমাতিয়া এবং মালিন্দ্র জমাতিয়া গোল করেন। বিজিত দলের পক্ষে একমাত্র গোলটি করেন হায়ুঙ্ক জমাতিয়া। বৃষ্টির জন্য মাঠ যদি পিচ্ছিল না থাকতো তাহলে ম্যাচ আরও জমজমাট হতো। ম্যাচটি পরিচালনায় ছিলেন রেফারি বিজয় কুমার জমাতিয়া।
2022-09-14