ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। উমাকান্ত কোচিং সেন্টার প্রথম মাঠে নামছে আগামীকাল। প্রতিপক্ষ ভারতরত্ন সংঘ। খেলা হবে ভারতরত্নের ঘরের মাঠে, তথা নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। খেলা বিকেল তিনটায়। নির্ধারিত সূচি অনুযায়ী গত ১১ সেপ্টেম্বর উমাকান্ত কোচিং সেন্টারের একটি ম্যাচ অনিবার্য কারণে টিএফএ স্থগিত রেখেছিল। সেটি ছিল পুলিশ মাঠে, সাই স্যাগের বিরুদ্ধে। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। একদিকে ক্রীড়া সূচি তৈরিতে দেরি, অপরদিকে কম সময়ের মধ্যে দূরবর্তী খেলোয়ারদের শহরে আনার অসুবিধা। দুই মিলে সেদিনের ম্যাচটি স্থগিত রাখতে হয়েছিল। উল্লেখ্য, আগামীকালের ম্যাচে উমাকান্ত কোচিং সেন্টার প্রথম মাঠে নামলেও ভারতরত্ন সংঘ কিন্তু ইতিমধ্যে একটি ম্যাচ খেলে নিয়েছে। সেটি সাই স্যাগের বিরুদ্ধে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সাঁই স্যাগ ৩-১ গোলের ব্যবধানে ভারতরত্নকে পরাজিত করে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল। বলা বাহুল্য, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ঘরোয়া সি-ডিভিশন ফুটবল টুর্নামেন্টের আজকের ম্যাচটিও স্থগিত রাখা হয়েছে। খেলা ছিল এনএসআরসিসি বনাম আনন্দ ভবনের মধ্যে। বিকেল তিনটা থেকে ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে দিনভর মুষলধারে বৃষ্টিতে মাঠে জল লেগে থাকার কারণে আগে থেকেই ম্যাচ স্থগিত ঘোষণা করে দু দলকে যথারীতি জানিয়ে দেওয়া হয়েছে। টি এফ এ-র লীগ সাব কমিটির সচিব মনোজ দাস এ খবর জানিয়ে আরো উল্লেখ করেছেন যে, অতি শীঘ্রই এই স্থগিত রাখা ম্যাচগুলোর সূচি ঘোষণা করা হবে। দিনের খেলা: ভারতরত্ন সংঘ বনাম উমাকান্ত কোচিং সেন্টার। বিকেল তিনটায়, নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে।
*সি-ডিভিশন লিগ : পয়েন্ট তালিকা*
দল ম্যা: জ: ড্র: প: গোল প:
।। গ্রুপ-এ।।
ব্লাডমাউথ ২ ১ ১ ০ ২-১ ৪
স্কাইলার্ক ২ ১ ০ ১ ৮-৫ ৩
বিবেকানন্দ ১ ১ ০ ০ ৩-০ ৩
আরসিসি ১ ০ ১ ০ ০-০ ১
আনন্দ ভবন ২ ০ ০ ২ ৩-১০ ০
।। গ্রুপ-বি।।
সাই স্যাগ ২ ২ ০ ০ ৯-১ ৬
আমরা ক’জনা ২ ১ ০ ১ ৩-৬ ৩
ভারতরত্ন ১ ০ ০ ১ ১-৩ ০
ইউবিএসটি ১ ০ ০ ১ ০-৩ ০
উমাকান্ত ০ ০ ০ ০ ০-০ ০