Attack:রিপাবলিকান পার্টির কর্মকর্তাদের উপর হামলা, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর : রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত রাজ্যে৷ রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার পশ্চিম জেলা কো- কনভেনার অমর দেববর্মার গাড়িতে আক্রমণ চালায় দুষৃকতিরা৷ ভেঙ্গে দেওয়া হয় গাড়ি, এমনই অভিযোগ৷ থানার ভেতরে গিয়েও দলের কর্মী সমর্থকদের উপর আক্রমন করা হয়েছে বলে অভিযোগ৷ 

ঘটনা খুমলুং এলাকায় বুধবার বিকেলে৷ ঘটনায় আহত হয়েছেন অমর দেববর্মা  সহ  গাড়িতে থাকা আরও দুইজন৷ পার্টির নেতৃত্বরা মাধব বাড়ি এলাকায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহন করতে যাওয়ার পথেই এই ঘটনাটি ঘটেছে৷ ঘটনার পড়েই থানার দ্বারস্থ হলেও পুলিশ কোনও নিরাপত্তা দেয়নি বলেও অভিযোগ পার্টির সদস্য সত্যজিৎ দাসের৷