নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর : বামুটিয়া ব্লকে দশ দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপির প্রদান করেছে সিপিআইএম৷ সিপিআইএম বামুটিয়া অঞ্চল কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয়৷ দুর্গা বাড়ি বাজার থেকে মিছিল করে ব্লক অফিস সংলগ্ণ স্থানে সমবেত হয়ে সেখান থেকে এক প্রতিনিধি দল ব্লক আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷
প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই এদিন সিপিআইএমের পক্ষ থেকে এই ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, পবিত্র কর , দিলীপ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ এদিন আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কেন্দ্র এবং রাজ্য বিজেপি সরকারের কাজ কর্মের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন এই সরকার দুর্নীতিতে সিদ্ধ হস্ত৷ এই সরকারের আয়ু আর বড়জোর পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস রয়েছে বলে তিনি মন্তব্য করেন৷
দুর্নীতি পরায়ন এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনের শামিল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী৷ রাজ্যের শাসক দলের পায়ের তোলার মাটি হারিয়ে গেছে বলে উল্লেখ করে জিতেন্দ্র চৌধুরী বলেন সে কারণেই তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে৷ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন ও সন্ত্রাসে চালিয়ে নির্বাচনে জয়ী হওয়া যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷ বিরোধীদল সিপিআইএমের রাজনৈতিক কর্মসূচি বানচাল করার জন্য তারা পুলিশকে লেলিয়ে দিয়ে তামাশা দেখছে বলেও তিনি উল্লেখ করেন৷ এটি শাসক দলের দুর্বলতা৷ রাজ্যের মানুষ সবকিছু দেখছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণ তাদেরকে যোগ্য জবাব দেবেন বলেও তিনি উল্লেখ করেন৷ সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন ডাবল ইঞ্জিন যদি সঠিকভাবে কাজ করতো তাহলে এভাবে সন্ত্রাস করে ক্ষমতা দখলের জন্য মরিয়া হতে হত না৷ এই সরকারের আয়ু আর বেশি দিন নেই বলেও তিনি অবিমা ব্যক্ত করেন৷

