নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন ভুটানের রাজা। উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ও ভুটানের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ভারত ও ভুটানের মধ্যে ঐতিহাসিকভাবে শক্তিশালী সম্পর্ক রয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হয়েছে। ভুটানের রাজা ওয়াংচুক বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গেও দেখা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের রাজার মধ্যে এদিন বেশ কিছু সময় বৈঠকও হয়েছে।