চালককে মারধর, প্রতিবাদে অটো পরিষেবা বন্ধ যোগেন্দ্রনগরের বিভিন্ন রুটে

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : অটো শ্রমিককে মারধর করার অজুহাতে আচমকা রাজধানী আগরতলা শহর সংলগ্ণ মলয়নগর সড়কে অটো চালাচল বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ আগাম কোন কিছু না জানিয়ে অটো চলাচল আচমকা বন্ধ করে দেওয়ায় যাত্রী সাধারণ জটিল সমস্যার সম্মুখীন হন৷ অটো শ্রমিকদের দায়িত্ব জ্ঞান নিয়েও প্রশ্ণ তুলেছেন অনেকেই৷ 

যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত শ্রমিকদের এ ধরনের আচমকা ধর্মঘট যাত্রী সাধারণ কোনোভাবে মেনে নিতে রাজি নন বলেও অনেকেই মন্তব্য করেছেন৷ আচমকা এ ধরনের আন্দোলন কর্মসূচিকে দায়িত্ব জ্ঞান হীনতার পরিচয় বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন৷ 

ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে কে বা কারা যোগেন্দ্রনগর সুকান্ত কলোনির এক অটোচালককে মারধর করে৷ এই ঘটনার অজুহাতেই মঙ্গলবার মলয়নগর যোগেন্দ্রনগর সড়কে আচমকা অটো চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ যেসব অটো চলাচল করছিল সেই সব অটো থেকে মাঝপথে যাত্রীদের নামিয়ে দিয়ে অটোগুলো আটকে দেওয়া হয়৷ তাতে রীতিমতো বিপাকে পড়েন জরুরী কাজে যাতায়াতকারী যাত্রী সাধারণ৷ 

তাতে যাত্রী সাধারণের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন, মঙ্গলবার আচমকাই শহরের যোগেন্দ্রনগর মলয়নগর রুডে অটো চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ পুলিশের সামনেই চলে চালকদের তাণ্ডব৷  জোরপূর্বক নামিয়ে দেওয়া হয় যাত্রীদের৷ 

জানা গেছে, সোমবার রাতে যোগেন্দ্রনগর সুকান্ত কলোনির জনৈক অটো শ্রমিককে মারধর করে কে বা কারা৷ তার প্রতিবাদে মঙ্গলবার মলয়নগর রেল ব্রিজ সংলগ্ণ এলাকায় অটো শ্রমিকরা ওই অঞ্চলে অটো চলাচল বন্ধ করে রাখে৷ আগামী দিনে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার জন্য যাত্রীসাধরনের তরফ থেকে দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *