নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ সেপ্টেম্বর : বৃহস্পতিবার বিশালগড়ে সংঘটিত হওয়া সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে৷ গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের নাম হল গোপাল ভদ্র – বাড়ি বিশালগড় প্রভুরামপুর আর অপরজন হল তপন দেবনাথ- বাড়ি বিশালগড় অফিসটিলা৷ শুক্রবার রাতে আগরতলা থেকে তপন দেবনাথ ও প্রভুরামপুর নিজ বাড়ি থেকে অপর অভিযুক্তকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে৷ শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়৷
আদালত তাদেরকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন৷ মামলা নম্বর হল ৯৮/২২ আন্ডার সেকশান ১৪৮/১৪৯/৩২৫/৩০৭/৩৮২( বি)/৪২৭ আইপিসি৷ প্রসঙ্গত বিরোধী দল সিপিআইএম বৃহস্পতিবার ডেপুটেশন এর নামে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ সংঘটিত করেছে বিশালগড়ের শান্ত পরিবেশ কে অশান্ত করার জন্য৷ সেই সন্ত্রাসী তান্ডবে গুরুতর আক্রান্ত হন শাসক দলের এক কর্মী৷ সন্ত্রাসী কার্যকলাপে ভয়ে তটস্থ হয়ে উঠেছিল বিশালগড় মহকুমা হাসপাতালে আসা রোগী সহ রোগীর পরিবারের লোকজন৷ শুক্রবার বিকাল পাঁচটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিশালগড় থানায় এসে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলেন৷
এ ঘটনায় জড়িত অভিযুক্তদের যেন দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পুলিশ আধিকারিকদের সাথে সাক্ষাতের পর পুলিশের টনক নড়ে৷ এবং ২৪ ঘন্টা যেতে না যেতেই গ্রেপ্তার হয় দুই অভিযুক্ত৷

