নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর : দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত শাসক দলের দুইকর্মী৷ ঘটনা বোধজংনগর পঞ্চায়েতটিলা এলাকায়৷ আহতরা হলেন প্রসেনজিত দাস এবং গৌতম দাস৷ দুষ্কৃতীকারীরা সিপিআইএম দলের বলে অভিযোগ আহতদের৷
ঘটনার বিবরণে প্রকাশ, বোধজংনগর পঞ্চায়েতটিলা এলাকার বাজার থেকে বাড়ি ফিরছিলেন প্রসেনজিত দাস এবং গৌতম দাস৷ তখনই ২০-৩০ জনের একদল দুষ্কৃতী লাঠি সাটা নিয়ে তাদের পথ আটকায় বলে অভিযোগ৷ মূলত শাসক দলের কর্মী হওয়াতেই তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ আহতদের৷ ঘটনায় গুরুতর আহত দুই কর্মী হাসপাতালে চিকিৎসাধীন৷ দুষ্কৃতীকারীরা প্রত্যেকেই সিপিআইএম দলের কর্মী ছিল বলে অভিযোগ আহতদের৷
ঘটনাকে কেন্দ্র করে বোধজংনগর থানায় মামলা দায়ের করা হয়েছে৷ তবে বিরোধীদের উপর হামলা হুজ্জতির জবাব দিচ্ছে বিরোধীরা, এমনই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের৷ তবে কি সাড়ে চার বছর পর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে বামেরা? প্রশ্ন সংশ্লিষ্ট মহলে৷

