রঙিয়ায় উদ্ধার বহু বুনো জীবজন্তু, ধৃত সেনাবাহিনীর স্টিকার সাঁটা বিলাসী দুই গাড়ি সহ দুই পাচারকারী

রঙিয়া (অসম), ৮ সেপ্টেম্বর (হি.স.) : অসম-মিজোরাম সীমান্ত থেকে বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার পথে রঙিয়া পুলিশ আজ বৃহস্পতিবার ভোরের দিকে ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ১৯টি বানর, ২-টি কাঙ্গারু, তিনটি বড় কচ্ছপ, ১৫টি ছোট কচ্ছপ এবং দুটি বুনো পাখি বাজেয়াপ্ত করেছে৷ বন্য জীবজন্তু, পাখি ও কচ্ছপ পরিবাহী ডিএল ৮ সিএকিউ ৯৮৭৬ এবং ডিএল ১০ সিএইচ ৭৯২৪ নম্বরের বিলাসী গাড়ি দুটির সঙ্গে আটক করা হয়েছে দুই ব্যক্তিকে। প্রাণীসম্পদ পাচারে ব্যবহৃত টয়োটা কোম্পানির একটি ফরচুনার এবং একটি ইনোভা গাড়িতে সেনাবাহিনীর স্টিকার সাঁটা ছিল৷

রঙিয়া থানার ওসি জানান, বাজেয়াপ্তকৃত জীবজন্তুতে মিনি চিড়িয়াখানায় পরিণত হয়েছে থানা। কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত রঙিয়া পুলিশ প্রাণীসম্পদ চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইতিমধ্যে সাফল্য লাভ করেছে।

তিনি জানান, বাজেয়াপ্তকৃত বানর, কাঙ্গারু, শিম্পাঞ্জি, লাজুক বানর, কচ্ছপগুলিকে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এগুলিকে বন দফতরে সমঝে দেওয়া হবে। এছাড়া ধৃত বনজ সম্পদ চোরাকাবারি দুজনকে জেরা করা হচ্ছে বলে জানান থানার ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *