BRAKING NEWS

Ramchandra Manjhi :সেমারিয়া ঘাটে শেষকৃত্য হবে পদ্মশ্রী রামচন্দ্র মাঞ্জির

পাটনা, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : বৃহস্পতিবার রিভিলগঞ্জের সিমরিয়া ঘাটে সম্পন্ন হবে প্রখ্যাত শিল্পী ও ভিখারী ঠাকুরের শিষ্য পদ্মশ্রী রামচন্দ্র মাঞ্জির শেষকৃত্য। নাগরা ব্লকের তুজারপুরের বাসিন্দা রামচন্দ্র মাঞ্জির মৃতদেহ শেষ দেখার জন্য তাঁর গ্রামে রাখা হয়েছে। সারান জেলার বাসিন্দা রামচন্দ্র মাঞ্জির মৃত্যুতে ভোজপুরি শিল্পের ক্ষেত্রে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার রাতে পাটনার আইজিআইএমএস হাসপাতালে তিনি মারা যান। হৃদরোগ এবং অন্যান্য অসুস্থতা নিয়ে গত ২ সেপ্টেম্বর ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল তাঁকে। বুধবার রাতে তিনি মারা যান।
১৯২৫ সালে বিহারের সারান জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি ছিলেন কিংবদন্তি ভিখারি ঠাকুরের নাচ ফর্মের লোকনৃত্যের শেষ বংশধর। তিনি ভোজপুরি ভাষার শেক্সপিয়র নামে পরিচিত ভিখারি ঠাকুরের আদি দলের অন্যতম সদস্য।

বর্তমানে সরণ-ভিত্তিক ভিখারি ঠাকুর রেপার্টরি ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *