‘অপরাধীদের’ হোমগার্ডে চাকরির প্রতিবাদে মাও-পোস্টার পুরুলিয়ায়

‘অপরাধীদের’ হোমগার্ডে চাকরির প্রতিবাদে মাও-পোস্টার পুরুলিয়ায়
কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : ফের মাও পোস্টার ঘিরে চাঞ্চল্য। সিপিআই মাওবাদীর নামে পোস্টার পড়ল পুরুলিয়ার বড়বাজার থানা এলাকায়।

বাংলা ও হিন্দি ভাষায় লেখা এই পোস্টার গুলিতে লেখা, স্পেশাল হোমগার্ড ও হোমগার্ডে কেন ক্রিমিনালদের চাকরি দেওয়া হয়েছে? তা স্থানীয় নেতাদের কাছ থেকে জানতে চাই। পোস্টারে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও জেলা পুলিশ সুপার জানান এই পোস্টার গুলি মাওবাদীদের সাথে কোন যোগ নেই।

বড়বাজার থানা এলাকায় বাংলা ও হিন্দি ভাষায় লেখা এই পোস্টার গুলি এদিন সকালে দেখতে পায় স্থানীয় মানুষজন। রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে এবং স্থানীয় বাড়ির দেওয়ালে এই পোস্টার গুলি লাগানো থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। সেখানে আগামী ১১ তারিখ বন্ধের ডাক দেওয়া হয়েছে।

পোস্টারে স্থানীয় তৃণমূল নেতাদের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীদের হুমকি দেওয়া হয়েছে। গরিব মানুষের টাকা লুট করে যারা বড়লোক হয়েছেন সেই সব নেতাদের উদ্দেশে এই পোস্টারে হুমকি দেওয়া হয়। ক্রিমিনালদের স্পেশাল হোমগার্ড ও হোমগার্ড এ কেন চাকরি দেওয়া হয়েছে? তা জানতে স্থানীয় নেতাদের কাছ থেকে তার কৈফত চাওয়া হয়েছে।

পোস্টারগুলি কে বা কারা এই স্থানে লাগিয়ে গেছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *