ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। বেশ উৎসাহ ও উদ্দীপনায় উত্তর-পূর্ব ইন্টার স্টেট জোনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এন.এস.আর.আর.সি-র ইন্ডোর হলে অস্থায়ীভাবে ব্যাডমিন্টন কোর্টের ব্যবস্থা করে পূর্বোত্তরের ৮ রাজ্যের খেলোয়াড়দের সমারোহে দুর্দান্ত টুর্নামেন্ট চলছে। সিকিম সহ ৮ রাজ্যের শতাধিক ছেলে ও মেয়ে শাটলার এ আসরে অংশ নিয়েছে। প্রাথমিক পর্যায়ের খেলা গুলো আজ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন হলেও, সকাল থেকে প্রাথমিক পর্যায়ের দলগত ও ব্যক্তিগত বিভাগের ম্যাচ শুরু হয়েছে। দলগত বিভাগে মনিপুর এবং মিজোরাম যথাক্রমে মেঘালয় এবং সিকিমকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায়, ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়ার যুগ্ম সচিব অমর রশিদ, ত্রিপুরা জিমন্যাস্টিক্স এসোসিয়েশনের সভাপতি রাজিব ভট্টাচার্য, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা, সর্বভারতীয় ব্যাডমিন্টন এসোসিয়েশনের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মানিক সাহা ও কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।