মালদা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : মালদার ইংরেজবাজারে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার হানা দিয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগেই ওই ব্যবসায়ী ও তাঁর ছেলেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ কলকাতা পুলিশের তদন্তকারীর এক প্রতিনিধি দল ইংরেজবাজার শহরের অভিরামপুর বাদ রোড এলাকায় নিরঞ্জন আগরওয়ালের বাড়িতে হানা দেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। সেই সময় বাড়িতেই ছিলেন ব্যবসায়ী নিরঞ্জন আগরওয়াল ও তাঁর ছেলে অশ্বিনী আগরওয়াল। তাঁদের দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তারপর দুজনকেই গ্রেফতার করে নিয়ে যায় কলকাতা পুলিশ। নিরঞ্জন আগরওয়াল ও তাঁর ছেলে অশ্বিনী আগরওয়ালকে সোজা কলকাতায় নিয়ে যাওয়া হল বলেই সূত্রের খবর।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যবসায়ীর নাম নিরঞ্জন আগরওয়াল। ইংরেজবাজার শহরের বাদ রোড অভিরামপুর এলাকার বাসিন্দা নিরঞ্জন আগরওয়াল পেশায় হোটেল ব্যবসায়ী। কালীঘাট থানায় দায়ের হওয়া জালিয়াতি ও প্রতারণার অভিযোগেই ওই ব্যবসায়ী এবং তাঁর ছেলে অশ্বিনী আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় নিরঞ্জন আগরওয়ালের স্ত্রী কুসুম আগরওয়ালের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। যদিও এদিন তাঁকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ।
প্রসঙ্গত, গত রবিবার মালদার গাজোলের মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে হঠাৎ করেই হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । তারপর তাঁর বাড়ি থেকে বেরিয়ে আসে ১ কোটি ৩৯ লাখ ৩ হাজার টাকা।এর মধ্যেই জালিয়াতি ও প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার মালদার আরও এক ব্যবসায়ী।