ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। দারুন হ্যাট্রিক, দুর্দান্ত জয়। এককথায়, জয় দিয়ে লীগ সূচনা সাই-স্যাগের। হারিয়েছে ভারতরত্ন সংঘকে। তাও ৩-১ গোলের ব্যবধানে। গোল তিনটির ক্রেডিট একজনের দখলেই। সাই-স্যাগের প্রশান্ত রিয়াং । লীগে নিজেদের প্রথম ম্যাচে নেমে হ্যাটট্রিক পাওয়ার আনন্দটাই আলাদা। প্রথমার্ধে বিজয়ী দল ২-১ গোলে এগিয়েছিল। টিএফএ আয়োজিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবলের দ্বিতীয় ম্যাচে সাই-স্যাগ ৩-১ গোলের ব্যবধানে ভারতরত্ন সংঘকে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে সাই-স্যাগ ৩ পয়েন্ট অর্জন করে করে নিয়েছে। পাঁচদলীয় গ্রুপ বি-তে সাই-স্যাগই এখন পয়েন্ট তালিকার শীর্ষে। খেলার ১৫ মিনিটের মাথায় প্রথম গোল প্রশান্ত রিয়াংয়ের পা থেকে। ১৩ মিনিট বাদে প্রশান্ত আরও একটি গোল করে দলকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে ভারতরত্ন সংঘের মঙ্গল সিং দেববর্মা একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। খেলার শেষ সময়ে ৭৮ মিনিটের মাথায় স্ট্রাইকার প্রশান্ত আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক যেমন করে নেয়, তেমনি দলকে ৩-১এ এগিয়ে দেয়। ভারতরত্ন সংঘের খেলোয়াড়রা তেমন প্রতিরোধ গড়তে পারেনি। এমনকি গোল পরিশোধ করে খেলায় সমতাও ফেরাতে পারে নি। ৩-১ গোলের ব্যবধানে জয়ী হয়েছে সাঁই স্যাগ। তবে খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিজয়ী দল সাই-স্যাগের তিন জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, হরি শর্মা, প্রতাপ দাস ও তপন দেবনাথ। দিনের খেলা: স্কাইলার্ক ক্লাব বনাম আনন্দ ভবন। বিকেল তিনটায়, পুলিশ মাঠে।