নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর : ধর্ষণের ঘটনা ঘটলো উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন নোয়াগাঙ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, দুই সন্তানের জননীর স্বামী শিলংয়ে কর্মসূত্রে রয়েছেন৷ ২৫ বছরের মহিলা দুই সন্তানকে নিয়ে এখানে থাকেন৷ তার স্বামীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে ৩৪ বছরের বাগবাতাইলিখিম সালাম মহিলাকে ধর্ষণ করে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তে এই এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷
এলাকাবাসীরা মহিলার সমর্থনে প্রথমে বাগবাসা আউটপোষ্টে মামলা নথিভূক্ত করতে যান৷ সেখান থেকে ধর্মনগর মহিলা থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়৷ সে অনুযায়ী ধর্মনগর মহিলা থানায় মামলা দায়ের করা হয়৷ মামলা নথিভুক্ত করে মহিলা থানার ওসি শিপ্রা দাস জানিয়েছেন, অভিযুক্ত নাকি আর্মিতে চাকুরীরত৷ তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত নেমেছে ধর্মনগর মহিলা থানার পুলিশ৷ এদিকে এলাকার মহিলারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷ ধর্মনগর মহিলা থানা সূত্রে জানানো হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷