আজ সুপ্রিম কোর্টে কর্ণাটক হিজাব মামলার শুনানি

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর ( হি.স.) : আজ সুপ্রিম কোর্টে কর্ণাটক হিজাব মামলার শুনানি হবে। বিচারপতি হেমন্ত গুপ্তার নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে শুনানি করবে। গত ৫ সেপ্টেম্বরে আদালতে শুনানিতে আবেদনকারীরা পাগড়ির কথা উল্লেখ করেছিলেন। আদালত তা অস্বীকার করে বলেন, পাগড়িকে হিজাবের সঙ্গে তুলনা করা যায় না।

বিচারপতি হেমন্ত গুপ্ত বলেন, হিজাব পরা ইসলামের বাধ্যতামূলক অংশ কি না। এ ছাড়া প্রশ্ন হচ্ছে সংবিধান অনুযায়ী ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। এমন দেশে কি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার চাওয়া যায়? এটি একটি বিতর্কের বিষয়। বিচারপতি আরও বলেন, একবার এক মহিলা জিন্স পরে সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন। তাকে থামানো হয়েছিল, অন্যথায় তিনি যুক্তি দিতে পারতেন যে তিনি যা পরতে চান তা পরার অধিকার তার রয়েছে।