কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি স)। এবার দিঘা যাওয়ার জন্য আর হাওড়া ছুটতে হবে না উত্তর ২৪ পরগণা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা ও নদীয়ার বাসিন্দাদের। কারণ, সবকিছু ঠিক থাকলে পুজোর শুরুতেই শিয়ালদা থেকে চালু হতে পারে দিঘার ট্রেন। ফলে দিঘা যাওয়ার ক্ষেত্রে ঝঞ্জাট কমতে চলেছে বহু পর্যটকের।
পর্যটকদের অনেকে ট্রেনে করেই দিঘায় যেতে চান। তাঁদের এতদিন শিয়ালদা এসে সেখান থেকে বাস বা অন্য গাড়িতে করে হাওড়া যেতে হত। এবার সেই ঝামেলা থেকে মুক্তি পাবেন সকলে। সরাসরি শিয়ালদা থেকেই ছুটতে পারে দিঘার ট্রেন।
ইতিমধ্যেই রেলওয়ে বোর্ডের কাছে এই ট্রেন চালুর প্রস্তাব পাঠানো হয়েছে শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে। রেল বোর্ড এই প্রস্তাবে সবুজ সংকেত দিলেই শিয়ালদা থেকে দিঘার উদ্দেশে ট্রেন ছাড়বে। রেল সূত্রে খবর, যদি অনুমতি পাওয়া যায়, তবে ১ অক্টোবর থেকেই শুরু হবে শিয়ালদা-দিঘা ট্রেন চলাচল।
যদিও এই ট্রেনের ভাড়া কত হবে, বা ট্রেনটিকে কোন কোন কোচ থাকছে তা এখনও জানানো হয়নি। তবে, রেলের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে শুনেই খুশির হাওয়া শিয়ালদা ডিভিশনের যাত্রীদের মধ্যে।