কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : বিধানসভার বিএ কমিটি বা বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেলে রয়েছেন তিনি। জেলবন্দি থাকা অবস্থায় এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানানোয় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
জেলবন্দি থাকা সত্ত্বেও প্রাক্তন মন্ত্রীকে বিধানসভার বৈঠকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, তাঁকে গ্রেফতারের পর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের আরও পাঁচ শীর্ষনেতার সামনে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, দলের বিভিন্ন কমিটি বা পদ থেকে পার্থবাবুকে অপসারিত করা হল
এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে, পার্থ চট্টোপাধ্যায় এখনও বিধায়ক রয়েছেন। তাঁর বিধায়ক পদ খারিজ করা হয়নি। তাছাড়া বিধানসভার বিএ কমিটির সদস্যপদ থেকেও তাঁকে সরানো হয়নি।
পাশাপাশি অধ্যক্ষ বলেন, পার্থবাবুকে গ্রেফতারির কথা, তাঁকে কোথায় রাখা হয়েছে সেই কথা অধ্যক্ষকে চিঠি দিয়ে জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই আমন্ত্রণের চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। বিজনেস অ্যাডভাইসরি কমিটির বাকি সদস্যদের মতোই পার্থকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আইন মেনেই কাজ হয়েছে বলে দাবি করেন অধ্যক্ষ।