Attack:খয়েরপুরে রাজনৈতিক সন্ত্রাসে উত্তেজনা, বাড়ি ঘরে হামলা, লুটপাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর :  হিংসাত্মক কার্যকলাপে ফের উত্তপ্ত হয়ে উঠেছে খয়েরপুর বিধানসভা এলাকা৷ রাতের আঁধারে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানোর গুরুতর অভিযোগ মিলেছে৷ রাজনৈতিক প্রতিহিংসামূলক ঘটনা রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে৷ নির্বাচন যতই এগিয়ে আসছে এ ধরনের ঘটনা মানুষের মনে আতঙ্কে ছায়া সৃষ্টি করছে৷ মঙ্গলবার রাতে খয়েরপুর বিধানসভার কেন্দ্রের সি পি আই এম -এর আর কে নগর অঞ্চল সম্পাদক দীপক বর্ধনের বাড়িতে  দুর্বৃত্তরা আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ৷ ভাঙচুর করে বাড়ি ঘর৷ 

ঘটনার খবর পেয়ে বুধবার সকালে ছুটে যান সিপিআইএমের এক প্রতিনিধি দল৷ উপস্থিত এলাকার প্রাক্তন বিধায়ক পবিত্র পবিত্র কর জানান, মঙ্গলবার এলাকায় সিপিআইএমের একটি ঘরুয়া সভা অনুষ্ঠিত হয়৷ সেই সভায় দুর্বৃত্তরা আক্রমণ সংঘটিত করার চেষ্টা করেছিল৷ সেখানে জনগণের প্রতিরোধের চেহারা দেখে  দুর্বৃত্তরা পালিয়ে আসতে বাধ্য হয়৷ অবশেষে রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালিয়ে ঘরে বিভিন্ন সামগ্রী ভাঙচুর করেছে৷ এমনকি ঘরের টাকা পয়সা, স্বর্ণালংকার লুটপাট করে নিয়েছে৷ তারপরেও ক্ষান্ত হয়নি৷ সেখান থেকে ফিরে সুকান্ত পল্লী এলাকার পুরনো সিপিআইএম কর্মী মতিলাল করের বাড়িতে ভাঙচুর চালায়৷ ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে৷ অভিযোগ করা হয়েছে পুলিশকে বিষয়টি জানানোর পরও ঘটনাস্থলে পুলিশ আসেনি৷ পরবর্তী সময়ে জেলা পুলিশ সুপারকে জানানো হলে পুলিশ আসতে বাধ্য হয়েছে৷ কিন্তু এলাকার মানুষ পুলিশের ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ বলে জানান তিনি৷ এলাকার মানুষের জীবন সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা পবিত্র কর দাবি জানিয়েছেন৷