Sports:সঠিক বাছাই ও সামগ্রিক স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ টিসিএ-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। সামনেই মুস্তাক আলী ট্রফি। এরপর একে একে শুরু হয়ে যাবে বোর্ডের নির্ধারিত টুর্ণামেন্টগুলো। এই সব টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ত্রিপুরা দলও। সিনিয়র এবং জুনিয়র বিভাগে চূড়ান্ত পর্যায়ের অনুশীলন চলছে। দল বাছাই সঙ্গে স্বচ্ছতা বজায় রেখে দল গঠন করার ক্ষেত্রে নির্বাচকদের নিয়ে সোমবার টিসিএতে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সভাপতি ও যুগ্ম সচিব। সভাপতি তপন লোধ নির্বাচকদের স্পষ্টভাবে নির্দেশ দিলেন স্বচ্ছতা বজায় রেখেই যাতে টিম সিলেকসন করা হয়। নির্বাচকদের উপর আস্থা রয়েছে একশো শতাংশ টিসিএর। এরপর ও বিন্দুমাত্র যাতে ভুলের কোনো অবকাশ না হয়, তার জন্যই এদিন করা হলো এই বৈঠক। একই সঙ্গে জুনিয়র এবং সিনিয়র দলের চেয়ারম্যানরাও ছিলেন এই বৈঠকে। ফিটনেস টেস্ট নিয়ে কথা বললেন যুগ্ম সচিব কিশোর দাস। ফিটনেস টেস্টটা এনসিএর গাইড লাইন মেনেই করা হবে বলে প্রত্যেককে জানিয়ে দিলেন তিনি। এককথায় ২২ গজে কোনো ধরনের আপোষ নয়, এই বিষয়টা আবার ও স্পষ্ট ভাবে প্রত্যেককে অবহিত করলেন টিসিএর প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *