কলম্বো, ৫ সেপ্টেম্বর (হি.স.): প্রবল বৃষ্টিতে শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিম অঞ্চলের কুরুনেগালার ওয়েহেরাতে ড্রেনে আটকা পড়ে এক স্কুল ছাত্রের (১৪) মৃত্যু হয়েছে। সোমবার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ফার্স্ট নিউজ।
খবরে বলা হয়, প্রবল বৃষ্টিতে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। ওই স্কুলছাত্র বাড়ি ফেরার পথে বন্যার পানিতে তলিয়ে যায়। পরে ভাসতে ভাসতে একটি ড্রেনে আটকা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত স্কুলছাত্র কুরুনেগালার মালিয়াদেব কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। স্থানীয় সরকারি সংস্থা থেকে তার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে।