নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর ৷৷ পূর্ব গকুলপুরের দাসপাড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷নিজ বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার৷ ঘটনার বিবরণে জানা যায় সোমবার উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানাধীন পূর্ব গকুলপুর দাসপাড়া তিন নাম্বার ওয়ার্ডের বাসিন্দা শংকর শীলের মৃতদেহ উদ্ধার হয়৷ মৃত শংকর শীল পেশায় কাঠমিস্ত্রি ছিলেন৷ মৃতদেহ দেখার পর পরিবারের লোকজন খবর দেয় রাধাকিশোরপুর থানায়৷ রাধাকিশোরপুর থানার কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ মৃতদেহ উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়৷ যদিও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে সকলে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ মৃতার স্ত্রী এবং দুই কন্যা সন্তান রয়েছে৷ নিজ বাড়িতে শংকর শীলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়৷ পুলিশে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে৷
2022-09-05

