নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর ( হি.স.) : সোমবার সংসদ ভবনে প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
এদিন বিড়লা টুইট করেছেন, “আজ আমরা ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। শিক্ষক থেকে রাজনীতিবিদ পর্যন্ত যাত্রায় তিনি অতুলনীয় অবদান দিয়ে প্রতিটি ক্ষেত্রকে সমৃদ্ধ করেছেন।