কাবুল, ৫ সেপ্টেম্বর (হি.স.) : ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান । সোমবার আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে আট জন মারা গেছেন। ভূমিকম্পে তীব্রতা ছিল ৫.৩ । হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, ৫.৩ মাত্রার ভূমিকম্পটি জালালাবাদ শহরের কাছে আঘাত হানে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ বখতার বলেন, ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। –