নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর ( হি.স.) : সোমবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বক্তব্য অস্বীকার করল সিবিআই। শীর্ষ তদন্ত সংস্থা বলেছে, তার বিবৃতি আবগারি মামলায় তার বিরুদ্ধে তদন্ত থেকে মনোযোগ সরাতে।
সিবিআই জানিয়েছে, আবগারি নীতির তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের কাউকেই ক্লিনচিট দেওয়া হয়নি। মনীশ সিসোদিয়ার ‘বিভ্রান্তিকর’ বিবৃতি দিল্লি আবগারি নীতি মামলার তদন্ত থেকে মনোযোগ সরানোর চেষ্টা। এছাড়াও সিবিআই অফিসারের মৃত্যুর তদন্তে হস্তক্ষেপ রয়েছে।
মণীশ সিসোদিয়ার অভিযোগের পরেই সিবিআই-এর এই বক্তব্য। সিসোদিয়া সিবিআই অফিসারের আত্মহত্যাকে তাঁর বিরুদ্ধে চলতি তদন্তের সঙ্গে যুক্ত করেছিলেন। তিনি বলেন, অফিসারকে ফাঁসানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। চাপের কারণে ওই আধিকারিক আত্মহত্যা করেছেন।
সিসোদিয়ার বক্তব্যকে বিভ্রান্তিকর বলে তীব্র আপত্তি জানিয়েছে সিবিআই। সংস্থা স্পষ্ট করেছে, সিবিআই অফিসার জিতেন্দ্র কুমার মামলার তদন্তের সঙ্গে কোনওভাবেই যুক্ত ছিলেন না। মৃত্যুর তদন্তকারী দিল্লি পুলিশ বলছে, তারা তাদের সুইসাইড নোটে মৃত্যুর জন্য কাউকে দায়ী করেনি।