লন্ডন, ৫ সেপ্টেম্বর (হি.স.) : আজই নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে ইংল্যান্ড। আর এ দৌড়ে এগিয়ে আছেন লিজ ট্রাস। এই নির্বাচনে প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাক প্রতিদ্বন্দ্বী হিসেবে কড়া চ্যলেঞ্জ দিলেও ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর লড়াইয়ে এগিয়ে আছেন বরিসজনসনের মন্ত্রিসভার বিদেশমন্ত্রী লিজ ট্রাস।
জুলাই মাসে বরিস জনসনের ইস্তফার পর থেকেই শুরু হয়েছিল পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের লড়াই। বিগত কয়েক মাস ধরে একাধিক ধাপ পার করে শেষ ধাপের লড়াইয়ে মুখোমুখি এসেছেন ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক ও বিদেশ সচিব লিজ ট্রাস। আজ সেই লড়াইয়ের ফল প্রকাশ হবে। সোমবারই জানা যাবে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন। ইতিমধ্যেই লড়াইয়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের পছন্দের প্রার্থী লিজ ট্রাস। তবে আজ ব্যালট বাক্স খোলা হলেই জানা যাবে ব্রিটেন পরিচালনার দায়িত্ব কে পেতে চলেছেন।
জানা গিয়েছে, স্থানীয় সময় সাড়ে ১২ টা নাগাদ ঘোষণা করা হবে ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল। গোটা গ্রীষ্মই কনজ়ারভেটিভ পার্টির দুই প্রার্থী যে লাগাতার প্রচার চালিয়েছেন, তার ফলাফল জানা যাবে আজ। ২ লক্ষেরও বেশি টোরি সদস্যরাই ঠিক করবেন পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন।
যদি লিজ ট্রাস প্রধানমন্ত্রী নির্বাচনে জয়ী হন, তবে থেরেসা মে ও মার্গারেট থাচারের পর লিজই তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন। অন্যদিকে, ঋষি সুনক যদি প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন, তবে তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী হবেন।
করোনাকালে পার্টি থেকে শুরু করে একাধিক বিতর্কে নাম জড়াতেই গত জুলাই মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বরিস জনসন। এরপরই পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের লড়াই শুরু হয়। শুক্রবারই অনলাইন ভোটিং বন্ধ হয়ে গিয়েছে। আজ ভোট গণনার পরই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
এদিকে, আর্থিক দুরাবস্থায় ধুঁকছে ব্রিটেন। যিনিই প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন না কেন, তার সামনে একাধিক চ্যালেঞ্জ থাকবে। এমনিতেই মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করছে ব্রিটেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের পর নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আরও বেড়েছে। আসন্ন শীতের মরশুমে বিদ্যুৎ সঙ্কটও দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবারই লিজ ট্রাস সংবাদসংস্থা বিবিসিকে দেওয়া একচি সাক্ষাৎকারে লিজ ট্রাস জানান, তিনি প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলে প্রথমেই বিদ্যুৎ সরবরাহ ও বিল কমানো নিয়ে কাজ শুরু করবেন। এক সপ্তাহের মধ্যেই তিনি ঘোষণা করবেন আর্থিক সঙ্কটের সঙ্গে কীভাবে লড়াই করা হবে।–

