বাজারিছড়া (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার লোয়াইরপোয়া ব্লকের বাজারিছড়া থানাধীন কালাছড়া নেতাজিপল্লি সর্বজনীন চ্যারিট্যাবল ট্রাস্টের আনুষ্ঠানিক উদ্বোধান আগামীকাল সোমবার। উদ্বোধন করবেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, সঙ্গে থাকবেন এলাকার বিশিষ্ট নাগরিককুল।
নেতাজিপল্লি সর্বজনীন চ্যারিট্যাবল ট্রাস্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সর্বস্তরের নাগরিকদের উপস্হিতি কামনা করেছেন ট্রাস্টের সভাপতি অজয় সূত্রধর, সম্পাদক জন্মজিৎ দাস, কোষাধ্যক্ষ কানাইলাল রবিদাস এবং অন্য পদাধিকারীরা। তাঁরা জানান, জনগণের হিতার্থে এই চ্যারিট্যাবল ট্রাস্টটি স্হাপন করা হয়েছে। বিশেষ করে গরিব ও দুস্হদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য় করাই ট্রাস্টের অন্যতম মূল লক্ষ্য।
বৃহত্তর বাজারিছড়া অঞ্চলে এই প্রথমবারের মতো এমন এক ট্রাস্টের রেজিস্টেশন করা হয়েছে। করিমগঞ্জ জেলা অবর নিবন্ধকের কার্যালয় এর রেজিস্ট্রেশন করেছে। আগামীকালের নির্ধারিত অনুষ্ঠানে সকলের সক্রিয় সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন ট্রাস্টের সদস্য যথাক্রমে নারায়ণ পাল, হিরা সূত্রধর, রাণা সূত্রধর ও সত্যম দে।