BRAKING NEWS

শান্তিরবাজারে পৃথক দূর্ঘটনায় নিহত দুই, আহত দশজন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩ সেপ্টেম্বর : গার্দাং বাজার সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি৷  ঘটনার বিবরণে জানা যায় শনিবার বীরচন্দ্র মনু বাজার থেকে বাজার সেরে ঘরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পরে টিআর০৮১৬৮৬ নাম্বারের মালবাহী গাড়ী৷  

জানা যায় মালবাহী গাড়ীতে চালক সহ ১১ জন যাত্রী ছিলো৷  সকলে বিলোনিয়া মহকুমার মতাই এলাকার বাসিন্দা৷  ঘরে ফেরার পথে শান্তির বাজার মহকুমার গার্দাং বাজার সংলগ্ণ এলাকায় মালবাহী গড়ীটি দুর্ঘটনার কবলে পরে৷  দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় আহত লোকজনদের চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়ে আসে৷ আহতদের মধ্যে একজনকে শান্তির বাজার জেলা হাসাপাতলের চিকিৎসক মৃত বলে ঘোষনা করে৷ 

এই দুর্ঘটনা সম্পর্কে গাড়ীতে থাকা এক ব্যাক্তি জানান, তাঁরা বীরচন্দ্র মনু বাজার থেকে ঘরে ফেরার পথে গার্দাং এলাকায় একটি বাইককে সাইড দিতে গিয়ে গাড়ীটি পাশ্ববর্তী জমিতে পড়ে যায়৷  এই দুর্ঘটনায় ঘটনাস্থলে এক জন প্রাণ হারায় বলে জানান৷  দুর্ঘটনায় মৃত ব্যক্তি হলো জীবন ত্রিপুরা (৪৫ )৷  তিনি মতাইর গান্ধী পাড়ার বাসিন্দা বলে জানা যায়৷  মৃতদেহ বর্তমানে শান্তির বাজার জেলাহাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে৷

এদিকে, শনিবার বীরচন্দ্র মনুর তৈকর্ম হলিক্রস সুকল সংলগ্ণ এলাকায় টি আর ০১ বি ডি ০৪৫৫ নাম্বারের বাইক ও টি আর ০৮ বি ১৫৪৬ নাম্বারের মালবাহী গাড়ীর মধ্যে সংঘর্ষ ঘটে৷  এতেকরে বাইক চালক সুকুমার দের্বমা বাইকথেকে ছিটকে পরেগিয়ে গুরুতর আহত হয়৷  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনীর কর্মী ও শান্তির বাজার থানার পুলিশ৷  দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুকুমার দের্বমাকে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসাপতালে নিয়ে আসলে সুকুমার দেবর্বমা মৃত্যুর কোলে ঢলে পড়ে৷

পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ীটি আটক করে৷  ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ৷ মৃতদেহ বর্তমানে শান্তির বাজার জেলা হাসাপাতালের মর্গে রাখাহয়েছে৷  মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়াহবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *