কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স.) : সৌগত রায়ের চিকিৎসার প্রয়োজন রয়েছে। কেউ পাত্তা দেয় না তাই ভুল বকছেন। এমনই মন্তব্য করলেন সুজন চক্রবর্তী।
সৌগত রায় সম্পর্কে সিপিআইএম নেতা বলেন, “তৃণমূলের কেউ পাত্তা দেয় না ওঁকে। তাই ভুলভাল কথা বলে বাজার গরম করার চেষ্টা করছেন। একবার বলছেন পিঠের চামড়া দিয়ে জুতো বানাবেন। আবার বলছেন পিঠে তাল পড়বে।”
একইসঙ্গে তাঁর প্রশ্ন, “কেন ডাকাত রানি বলা যাবে না? তৃণমূলের সবাই চোর আমরা বলিনি। মনেও করি না। তৃণমূলের নেতারা চোর। সমর্থকরা চোর হতে যাবে কেন? আপনিও তো হাতে হাতে টাকা নিয়েছিলেন। আপনাকে কী বলা হবে? মুখ্যমন্ত্রীকে চোর বলেছিলেন খোদ কুণাল ঘোষ। তাঁকে এখন দল পদমর্যাদা দেওয়া হয়েছে। আগে তাঁকে খারিজ করুন। আসলে দলের অন্দরেই সৌগতবাবুর হাল খারাপ। তাই এইসব করে পিঠ বাঁচানোর চেষ্টা করছেন।”